কলকাতা ব্যুরো: রাত সাড়ে ন’টা হবে। শনিবার লকডাউনের জন্যই হয়তো যাদবপুরের রাস্তা অন্যদিনের তুলনায় শুনশান। রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ি। দূরে দূরে ভেপারের আলো। আর তারা বসে আছে রাস্তায়। একেবারে এক দিকে সার দিয়ে।
করোনা আবহে লকডাউনের মধ্যেও অন্যদিন ন’টার মধ্যেই কিছু কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই সময় চলে আসেন ওদের খাবার দিতে। আর ওরাও তখন চিৎকার চেঁচামেচি ছেড়ে একেবারে ভদ্র হয়ে খাওয়ার খায়। কেউ কারো থেকে কাড়াকাড়ি নয়। আবার রাস্তা দিয়ে ছুটে যাওয়া গাড়ি বা সাইকেল দেখে ধেয়ে যাওয়া ওরা ভুলে যায় এ সময়টায়। আজ এত রাতেও হয়তো সেই খাবার না আসায় ওরাও নিশ্চুপ। অপেক্ষা। যদি আসে খাবার।
তারপরে চলে রাত পাহারা।