কলকাতা ব্যুরো: আপাতত খানিক স্বস্তি। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পরই বরফ গললো। রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী পাইলটের সঙ্গে সোমবার দুপুরেই বৈঠক হয় রাহুলের। রাহুলের বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কাও। প্রায় দেড় ঘন্টা চলে ওই বৈঠক।
দলের স্বার্থেই কাজ করবেন সচিন, এদিনের বৈঠকে এ বিষয়ে রফায় পৌঁছনো গেছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে দলে ও সরকারে সচিনের পুরানো পদগুলি ফিরিয়ে দেওয়া নিয়েও বিবেচনা করবে কংগ্রেস হাইকমান্ড। দলের মধ্যে বিশেষত মুখ্যমন্ত্রী অশোক গেহলট র বিরুদ্ধে তোলা অভিযোগগুলিও খতিয়ে দেখা হবে বলে কংগ্রেস নেতৃত্বের তরফে আশ্বাস মিলেছে বলেও দলের তরফে জানা গিয়েছে।
Previous Article৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন না চালানোর বিজ্ঞপ্তি
Next Article গতি শ্লথ রাজ্যে
Related Posts
Add A Comment