কলকাতা ব্যুরো: রাজ্যব্যাপী সংক্রমণে খুব বেশি হেরফের না হলেও লক ডাউন আর রবিবারের ছুটি পর সোমবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সামান্য লাগাম পরেছে।
রাজ্যে মৃতের সংখ্যাও গত কয়েকদিনের চেয়ে বেশ খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের। এই সংখ্যাটা গত কয়েকদিন ধারাবাহিক ভাবে ৫০-এর ওপর ছিল। মোট সংক্রমণ অবশ্য রাজ্যে প্রায় একই রকম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২,৯০৫ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এতে রাজ্যে মোট আক্রান্ত এখন প্রায় লাখের কাছাকাছি। আজকের হিসাবে ৯৮,৪৫৯।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১৮ জন, উত্তর ২৪ পরগনায় ৪৯২ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় ১২ জন। কলকাতার ক্ষেত্রে এই পরিসংখ্যান গত কয়েকদিনের চেয়ে অনেকটা কম। রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল। এই কদিন ছিল ৭০ শতাংশের বেশি। আজ বেড়ে হল ৭১.৪৩ শতাংশ। রাজ্যে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩,২০৮ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমণ মুক্তের সংখ্যা এখন ৭০,৩২৮। আজকেও ২৬ হাজারের বেশি করোনা টেস্ট হয়েছে।
Previous Articleদলের স্বার্থেই কাজ করবেন সচিন পাইলট: কংগ্রেস
Next Article মাথায় অস্ত্রোপচার, ভেন্টিলেশনে প্রণব
Related Posts
Add A Comment