কলকাতা ব্যুরো: ট্রেন চলাচলের বিজ্ঞপ্তি ঘিরে ফের বিভ্রান্তি।
রেলমন্ত্রক বিবৃতি দিয়ে জানালো, মেল, এক্সপ্রেস, লোকাল ট্রেন বন্ধের সময়সীমা বাড়ানোর কোন নির্দেশিকা দেওয়া হয়নি। আগের নির্দেশিকাই বহাল আছে। আগের নির্দেশিকা অনুযায়ী, সমস্ত ধরনের ট্রেন চলাচল ১২ অগস্ট পর্যন্ত বন্ধ থাকার কথা।
সেই সময়সীমা শেষ হতে আর মাত্র দুদিন বাকি। প্রশ্ন উঠেছে, এই দুদিন পর অর্থাৎ ১৩ অগস্ট থেকে কি ট্রেন চলাচল শুরু হবে। রেলমন্ত্রকের বিবৃতিতে সেব্যাপারে একটি শব্দও বলা হয়নি। ফলে ধোঁয়াশা আরও বেড়েছে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের নির্দেশিকাটি পূর্ব রেলের দপ্তর থেকে ছড়িয়ে পড়ে। পূর্ব রেলের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজারের ওই নির্দেশিকা নিয়ে রেলেই শোরগোল পড়ে যায়। সেই নির্দেশিকা নিয়ে অবশ্য রেলমন্ত্রক কোন মন্তব্য করেনি। ফলে রেলের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন না চালানোর নির্দেশিকা প্রকাশ্যে চলে আসাতেই বিড়ম্বনা ঠেকাতে নতুন নির্দেশিকা দিয়ে পুরনোকে অস্বীকার করার চেষ্টা কি না রেলের সে প্রশ্নও উঠছে।
দিনের শেষে এই প্রশ্নের উত্তর মেলেনি যে, ঠিক কবে থেকে দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হবে?