কলকাতা ব্যুরো : নমঃ নমঃ করে পূজো সারা। ছোটো প্যান্ডেল। তিনদিক খোলা। মানুষের আসতে যেতে অসুবিধা যেন না হয়। বেলেঘাটা নবমিলন সংঘের অরুণাভ মিশ্র জানালেন, পরিস্থিতি এবার অনুকূল নয়। চাঁদাও তেমন উঠছে না। অন্য বারে খাওয়া দাওয়ার অঢেল আয়োজন থাকে। কোভিড পরিস্থিতিতে তাও বন্ধ। তার জায়গায় মানুষকে সাহায্য করবে ক্লাব। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল ক্লাব থেকে ইতিমধ্যেই ৫০ হাজার টাকা দান করা হয়েছে। পুজোর পর মানুষকে শীত বস্ত্র দেবার আয়োজনের চেষ্টা চলছে।
অন্য বারের মত কোনো থিম থাকছে না এবারের পুজোয়। গত বছরের ১৫ – ২০ লাখ টাকার বাজেট এবার নেমে এসেছে ৪ – ৫ লাখে। আগে কর্পোরেট সাহায্য পাওয়া যেত। এবারে এখনও তারা খুব একটা উৎসাহ দেখায় নি। ৯১ বছরে পা দিলো এই পূজো। প্রতিমা তৈরি করছেন পরিমল পাল। রাজ্য সরকারের সমস্ত গাইডলাইন মেনে পূজো হবে । ব্যাস এইটুকুই। অন্য বারে বিধায়ক, এমপি এসে পূজো উদ্বোধন করতেন । সেটাও বাদ এবার। পরিস্থিতি যা ভিড়ভাট্টা তেমন হবে বলেও আশা নেই। শুধু মায়ের বন্দনাটুকু।