কলকাতা ব্যুরো: রামমন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস করোনা আক্রান্ত। গত ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ একমঞ্চে ছিলেন নৃত্যগোপালের সঙ্গে। ওই মঞ্চ ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও।
স্বভাবতই নৃত্যগোপালের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে। নৃত্যগোপাল মথুরায় জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। তাঁকে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে করোনা আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
যোগী আদিত্যনাথ নিজে নৃত্যগোপালের চিকিৎসায় সব রকম পদক্ষেপ করার জন্য মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। মথুরার জেলাশাসককেও রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধানের চিকিৎসায় সবরকম সহযোগিতা করার জন্য নির্দেশ পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে।