কলকাতা ব্যুরো : মাকে মনে পড়ে। মা এবং বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিনে মেয়ে জন্নভি তার ও শ্রীদেবীর একটি পুরনো সাদাকালো ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। শ্রীদেবীর বহু ভক্ত সেখানে কমেন্টস করে তাদের শ্রদ্ধা জানিয়েছেন শ্রীদেবীকে।
উল্লেখ্য ২০১৮ র ২৪ ফেব্রুযারি শ্রীদেবী একটি বিয়ের অনুষ্ঠানে দুবাই যান। সেখানেই হঠাৎ তাঁর মৃত্যু হয়। ১৯৬৩ তে জন্ম শ্রীদেবীর। চাঁদনী, নাগিনা, চালবাজ, সাদমা, মিঃ ইণ্ডিয়া, লামহে ইত্যাদি বিভিন্ন ছবিতে অভনয় করেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু,মালায়ালাম, কান্নার ছবির সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। তার শেষ ছবি ছিল মম। মম এর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।