কলকাতা ব্যুরো: দেশের কর ব্যবস্থার সংস্কারে আরো এক পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফেসলেস কর ব্যবস্থা চালু করলো কেন্দ্র।
এতে কর দেওয়ার ব্যবস্থা আরো সরল হবে বলেই দাবি। বৃহস্পতিবার থেকেই এই ব্যবস্থা লাগু হচ্ছে। দেশের সৎ করদাতাদের সম্মান জানাতেই এই ব্যবস্থা বলেই জানানো হয়েছে।