কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে আগামী মঙ্গলবার পর্যন্ত ফের এরাজ্যে ঝড়-ঝঞ্ঝার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে এবার পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম দুই জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। শুক্রবার থেকে ওই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমানের জন্য।
গত বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টির পর এবার অবশ্য খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। এর ফলে আগামী কয়েকদিন দুর্যোগে ভুগতে হতে পারে নাগরিকদের।
এমনিতেই অন্ধ্র উপকূলে ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে অন্ধ উড়িষ্যায় গত কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত সরে আসছে এখন উড়িষ্যা উপকূলে হয় এ রাজ্যে। তার জেরে এর আগেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উড়িষ্যায় লাগাতার বৃষ্টির সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে অসম ছাড়াও অরুণাচল, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।