কলকাতা ব্যুরো: আবার খবরের শিরোনামে প্রশান্ত ভূষণ। ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট তার শাস্তি হিসেবে এক টাকা জরিমানা করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে বুধবার মামলা দায়ের করেছেন বর্ষীয়ান এই আইনজীবী। একইসঙ্গে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ তার বিতর্কিত টুইটের জন্য তাকে এক টাকা জরিমানা করেন। নচেৎ তিন মাসের সাজা দিয়েছিল আদালত। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেই ফাইন জমা দেওয়ার কথা ছিল। সে সময় ভূষণের আইনজীবী ওই টাকা দিয়ে দেন।
কিন্তু এখন নতুন করে সেই রায় চ্যালেঞ্জ প্রসঙ্গে বিতর্কিত ওই আইনজীবীর বক্তব্য, আমি জরিমানার টাকা দিয়ে দিলাম মানে, ওই নির্দেশকে আমি মেনে নিলাম এমনটা নয়। আমরা ওই নির্দেশের বিরুদ্ধে আজ রিভিউ পিটিশন দাখিল করেছি। একই সঙ্গে ওই রায় চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করা হয়েছে।
এর আগে ২৭ জুন বিতর্কিত প্রথম টুইট করেছিলেন ভূষণ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। দু’দিন পরেই তিনি দ্বিতীয় টুইট করেন, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি একটি বাইকে বসে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া প্রসঙ্গে।