কলকাতা ব্যুরো: ব্যাংক থেকে অনলাইনে লন্ডনের এক ব্যক্তির একাউন্ট থেকে ছ’ কোটি ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রহস্য উদঘাটন করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বুধবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বেহালার গৌরব সাঠোয়ানি নামে ধৃত এক ব্যক্তির বাড়ি থেকে ওই টাকা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গত আগস্ট মাসে আইসিআইসিআই ব্যাঙ্ক একটি অভিযোগ থানায় দায়ের করে। তাতে বলা হয়, অনলাইনে লন্ডনের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিশাল অংকের টাকা জালিয়াতি করে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা গৌরবকে চিহ্নিত করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এমন কিছু অভিযোগ উঠেছিল। তবে এত বিশাল পরিমাণ টাকা কিভাবে হাতিয়ে নিল দুষ্কৃতী বা এই ঘটনায় তার সঙ্গে আরও কারা জড়িত ছিল তা জানতে ধৃতকে ফের নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।