কলকাতা ব্যুরো: বিয়ে করলেও পেটপুরে ভুঁড়ি ভোজের আয়োজন করেননি, এই নিয়ে ইয়ার্কি বা টিপ্পনি করার ফল যে জীবন দিয়ে দিতে হবে তা স্বপ্নেও ভাবেননি স্বপন রাজবংশীর পরিবার-প্রতিবেশীরা। কিন্তু সেই ঘটনায় ঘটলো রবিবার বাগুইআটিতে। অভিযুক্ত কেশব রাজবংসীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কিছুদিন আগেই বিয়ে করেছেন কেশব। কিন্তু কোনও উৎসব বা আয়োজন করতে পারেননি। রবিবার প্রতিবেশীদের সঙ্গে গল্প-আড্ডার সময় সেই প্রসঙ্গ তোলেন স্বপন। বিয়ে করলেও ভুঁড়িভোজ না খাওয়ানো নিয়ে চলতে থাকে ইয়ার্কি-টিপ্পনি। কথা হজম করতে করতে এক সময় প্রতিবাদ করেন কেশব। কিন্তু এমন একটা ইস্যুতে প্রতিবেশীকে রাগানোর সুযোগ পেলে আর কে ছাড়ে! সুযোগ ছাড়তে চাননি স্বপন রাজবংশীও। কিন্তু এরপরেই ঘটনা সিরিয়াস দিকে মোড় নেয়। মুখে ব্যাপারটার যুৎসই জবাব দিতে না পেরে হাতেই জবাব দেওয়ার চেষ্টা করেন কেশব। স্বপনকে হাত দিয়ে গলায় এমন ভাবে পেঁচিয়ে ধরেন, তাতে দাম বন্ধ হওয়ার অবস্থা হয়। ছাড়ানোর চেষ্টা করেন স্বপন। কিন্তু তখন মাথায় উঠেছে কেশবের রাগ। এতক্ষন তাঁর পিছনে লাগার মোক্ষম অস্ত্র পাওয়া গিয়েছে ভেবে সে ভাবেই গলা পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকেন কেশব। জ্ঞান হারিয়ে স্বপন লুটিয়ে পরলে হুশ ফেরে কেশবের। কিন্তু ওই অবস্থায় স্বপনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গলা টিপে খুনের অভিযোগে ধৃতকে আজ কোর্টে পাঠাবে পুলিশ।