কলকাতা ব্যুরো: হাসপাতাল যাওয়ার পথে পালালো করোনা রোগী। তাও আবার যে সে রোগী নয়। খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়িতে। স্ত্রীকে খুনে সাজাপ্রাপ্ত আসামি ভীম রাই। বর্তমানে প্যারোলে বাইরে রয়েছে। পুলিশের নজরদারির মধ্যে ছিল। তারমধ্যে তার করোনা ধরা পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সে সময় বাথরুম যাওযার নাম করে অন্তত তিন মাইল দৌড়ে জঙ্গলে চলে যায়। পুলিশ কর্মীরা তার পিছনে ছুটেও নাগাল পাননি। বন্দি পালানোর চিন্তা তো রয়েছেই কিন্তু প্রশাসনের তার থেকেও বেশি চিন্তা বেড়েছে ওই পলাতক করোনা রোগী আসামির অন্যদের সংক্রমিত হওয়ার আশঙ্কা। ফলে তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
Previous Articleঅযথা পিছনে লাগবেন না, যেতে পারে প্রাণ
Next Article এগিয়ে এলেন নীতিশ কুমার
Related Posts
Add A Comment