কলকাতা ব্যুরো: আবার স্যানিটাইজ করার জন্য বন্ধ করা হচ্ছে নবান্ন। আগামী সোম ও মঙ্গলবার ওই কাজের জন্য বন্ধ থাকবে নবান্ন। করোনা আবহে রাজ্যের সদর দপ্তরে পুরোদমে কাজ চলার মধ্যেই স্যানিটাইজ করার কাজ চলে এখানে। সে কাজের জন্য দু’-এক দিন করে বন্ধ রাখা হয় সদর দপ্তর। তার মধ্যেও অবশ্য করোনা সংক্রমণ হয়েছে এখানেও। গাড়ির চালক, সরকারি অফিসার থেকে কর্মীরা মাঝে মাঝেই করোনা আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ মাঝে মাঝেই স্যানিটাইজ চালিয়ে যাচ্ছে।