কলকাতা ব্যুরো: আবার বন্ধ হয়ে যাচ্ছে বেলুড় মঠের দরজা। রবিবার থেকে আবার ভক্তদের মন্দির দর্শন বন্ধ হয়ে যাবে। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সংক্রমণ ছড়ানোর বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। রাজ্য সরকার সপ্তাহে দুদিন লকডাউন জারি করার কারণেও মিশন কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হল বলে জানা গিয়েছে। কমপ্লিট লকডাউন হলে ওই দুদিন মন্দির বন্ধ রাখতে হয়। তারপর আবার ভিড় বাড়ে। স্বাস্থ্যবিধি থাকলেও ভিড়ে শঙ্কা তৈরি হয়েছে। এজন্য আপাতত অনির্দিষ্ট কাল বেলুড় মঠ বন্ধের সিদ্ধান্ত। আনলক পর্ব শুরু হওয়ার পর রাজ্য সরকার ধর্মীয় প্রতিষ্ঠান খোলায় ছাড় দেওয়ারও বেশকিছু দিন পর গত ১৫ জুন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দর্শনে বেশ কিছু বিধি মানতে হত। মঠের সর্বত্র যাওয়াও যেত না।
Previous Articleবন্ধ নবান্ন
Next Article ফরেন্সিক রিপোর্ট সুশান্ত সিং রাজপুতের
Related Posts
Add A Comment