কলকাতা ব্যুরো: বুধবারই লখনৌ-র বিশেষ সিবিআই আদালত ২৮ বছরের পুরনো বাবরি ধ্বংস মামলায় অভিযুক্ত ৩২ জনকেই নির্দোষ বলে রায় দিয়েছে। ওই রায়ে একদিকে যেমন খুশি গেরুয়া শিবির, তেমনই ক্ষুব্ধ বিরোধী দলগুলি। তারা চান,ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করুক তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও তেমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত সিবিআই-র তরফে মেলেনি।তবে ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।
বোর্ডের তরফে বলা হয়, যারা বাবরি মসজিদ ভাঙার স্লোগান তুলেছিলো, ওই দাবিতে আন্দোলন করেছিল, মসজিদ ভাঙায় উল্লাস করেছিল, তারা সবাই নির্দোষ? এই রায়ের বিরুদ্ধে তাই হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। অন্যদিকে রাজ্যের সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফে মোহাম্মদ কামারুজ্জামান বলেন, পরপর আদালতের রায়গুলি যেভাবে দেওয়া হচ্ছে, তাতে আমরা ক্রমশ হতাশ হয়ে পড়ছি। আস্থা হারিয়ে ফেলছি।
অন্যদিকে গতকাল রায় ঘোষণার পর লালকৃষ্ণ আদবানির বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আদবানি এবং জোশিকে ফোনে শুভেচ্ছা জানান অমিত শাহ এবং জেপি নাড্ডা।
Previous Articleহাতরাসের মৃত তরুণীর পরিবারকে সাহায্যের ঘোষণা যোগীর
Next Article ২০২১ কে সামনে রেখে আজ বিজেপির বৈঠক
Related Posts
Add A Comment