কলকাতা ব্যুরো: ২০২১ এ বিজেপির অন্যতম লক্ষ্য বাংলার মসনদ দখল। আর সেই পরিকল্পনাকে সামনে রেখেই আজ বৈঠকে বসছে বিজেপি। আজ বাংলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং অমিত শাহ।
ইতিমধ্যেই মাস কয়েক বাদে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনকে সামনে রেখেই পুনর্গঠন করা হয়েছে দলীয় কমিটি। সেই কমিটিতে সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে এসেছেন মুকুল রায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অনুপম হাজরা এবং মুখপাত্র হিসেবে এসেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। যদিও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির মধ্যে চলছে গোষ্ঠী কোন্দল। কিন্তু বাংলা দখলের লক্ষ্যে মুকুল রায়ের ভোট পরিচালনার অভিজ্ঞতা, তার কৌশলকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। আজকের বৈঠক থেকে দলের তরফে তাই কি নির্দেশ দেওয়া হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
Previous Articleবাবরি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড
Next Article জালনোটের কারবারের কিংপিন গ্রেপ্তার মালদা থেকে
Related Posts
Add A Comment