কলকাতা ব্যুরো: চাপ বাড়ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ-র ওপর। গতকালই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন হাতরাসে গণধর্ষন এ মৃত তরুণীর বাবার সঙ্গে। পরিবারকে ২৫ লাখ টাকা অর্থ সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণাও করে উত্তরপ্রদেশ সরকার।
ওই ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রী যোগীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। চাপে পড়ে ওই ঘটনার তদন্তে সাত সদস্যের সিট গঠন করেছেন যোগী আদিত্যনাথ। সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট।
এই ঘটনায় ইতিমধ্যেই সরব রয়েছে নাগরিক সমাজ। সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। টুইটে ওই ঘটনার তীব্র নিন্দা করে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঘটনার নিন্দা করেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও। তিনি ওই ঘটনাকে অত্যন্ত অমানবিক এবং নৃশংস বলে উল্লেখ করেন।
এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশনও। সিবিআই মামলা চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।