কলকাতা ব্যুরো: মোহনবাগান সমর্থকদের কাছে ২৯ জুলাই বড় উৎসবের দিন। মোহনবাগান দিবস। কিন্তু করোনা আবহে এবং বুধবার রাজ্য জুড়ে লকডাউন আবহে এবার মোহনবাগান দিবস পালন হবে একটু অন্যরকমভাবে। আগের মতন মাঠে স্টেজ তৈরি করে কোনও অনুষ্ঠান নয়। বাগান কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন পুরো বিষয়টিই তাঁরা করবেন ভার্চুয়ালি। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নানান অনুষ্ঠান মোহনবাগান ক্লাবের সরকারী সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাবে। কর্তারা সরকারী আইন মেনে সমর্থকদের ঘরে থেকে অনলাইনে তাদের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করেছেন। গোটা অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং সমর্থকরা দেখতে পাবেন বাগানের সরকারি স
সোশ্যাল মিডিয়া পেজে।
সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হবে। সকাল ন’ টায় ক্লাব সভাপতি টুটু বসু সমর্থকদের উদ্দেশে বিশেষ ভিডিও বার্তা দেবেন। সারা দিন ধরেই বিভিন্ন টক শো অনুষ্ঠিত হবে এই ডিজিটাল প্লাটফর্মে। দুপুর দেরটায় মোহনবাগান রত্ন যারা পাচ্ছেন তাঁদের ভিডিও প্রদর্শন করা হবে। এবার বাগান রত্ন পাচ্ছেন গুরবক্স সিং ও পলাশ নন্দী। বর্ষসেরা ফুটবলার জোসেবা বেইতিয়া। সেরা প্রশাসক হিসেবে পুরস্কার পাচ্ছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্য়ায়।
রাত সাড়ে আট টা’ থেকে সমর্থকরা দেখতে পাবেন একটি গানের অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, অনুপম রায়, দেবশঙ্কর হালদার ও সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে সকাল এগারোটায় মোহনবাগান রোতে পুরপ্রশাসক অতীন ঘোষের উদ্যোগে পালিত হবে মোহনবাগান দিবস।