কলকাতা ব্যুরো: ফের বদল লকডাউনের দিনক্ষনে। এদিন বিকেলেই অগস্টের লক ডাউনের দিনগুলি ঘোষণা করেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে রাতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইটে জানানো হয়, পার্বণ এবং উদযাপন উপলক্ষে কিছু গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে ২ এবং ৯ অগস্টের পূর্ণ লক ডাউনের ( #Lockdown ) সিদ্ধান্ত প্রত্যাহার করছে রাজ্য।
Previous Articleতৃণমূল মুখপাত্র কুনাল
Next Article লকডাউনে মোহনবাগান দিবস ভার্চুয়াল মিডিয়ায়
Related Posts
Add A Comment