ট্রোলারকে বললেন, “ঠোক দে…”
কলকাতা ব্যুরো : বলিউডে ভদ্রলোক বলে পরিচিত অমিতাভ বচ্চনের (#Amitav Bachchan) মুখে এ কি ?! নিজের শোবার ইমেজের বাইরে গিয়ে চাঁচাছোলা ভাষায় ট্রোলারকে আক্রমণ করলেন বিগ বি।
নানাবতি হাসপাতালে ১১ জুলাই করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর তাঁর অগণিত ভক্ত দেশ জুড়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছিল। এসবের মধ্যেই একজন তাঁকে নিজের পরিচয় লুকিয়ে লিখে বলে বসলেন, , ” করোনা এ তো মরে গেলে পারো।” ব্যাস ওতেই কাল হলো। নম্র অমিতাভ (#Amitav Bachchan) পাল্টা বলে বসলেন , ,” মিস্টার অনোনিমাস, নিজের বাবার নামও তো দেখছি লেখা নেই। তোমার বাবা কে তাই জান না। হয় আমি বাঁচবো না হয় মরবো। যদি মরে যাই এই জঘন্য কথাগুলো লেখার আর লোক পাবে ? তোমার জন্য করুণা হয়।” আরো লিখেছেন শাহেনশাহ, ভগবানের দয়ায় যদি বেঁচে যাই আমার অনুরাগীদের কাছে গিয়ে একটা কথা বলবো, ” ঠোক দে শালে কো” । এমন ফিল্মি ডায়লগ শুনে তো হতভম্ব সবাই।
কিছুদিন আগে থেকেই ব্লগে অমিতাভ তার একাকীত্বের কথা লিখছিলেন। ডাক্তার ছাড়া কেউ নেই তার পাশে। চোখ ভিজে গেলেও মুছিয়ে দেওয়ার মত কোনো লোক নেই। অনেকেই বলছেন, অসুস্থ্ শরীর আর অবসাদের মধ্যে থাকা একজন বয়স্ক ও শ্রদ্ধেয় মানুষকে এমন অসম্মান করলে মেজাজ হারানো স্বাভাবিক।