কলকাতা ব্যুরো: দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে জোর দেবে তাঁর সরকার। বৃহস্পতিবার মেকিং ইন্ডিয়া সংক্রান্ত এক অনুষ্ঠানে তাঁর ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশে উৎপাদন হলেও তার অনেকটাই হবে বেসরকারি ক্ষেত্রে। এমনকি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তাঁর সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এখন ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে অন্যতম বড় দেশ। মোদি বলেন, অথচ স্বাধীনতার সময়েও এদেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ভালো সম্ভাবনা ছিলো যা অনেক আগে থেকেই গড়ে উঠেছিল। কিন্তু প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি তার বিকাশে।