কলকাতা ব্যুরো: আজ গল্পের মতো শুনতে ঠেকলেও, গল্পকথা নয় মোটেই। এক সময় সুন্দরবনের সঙ্গে সরাসরি জল সংযোগ ছিল কলকাতার। এখন যা পূর্ব কলকাতা জলাভূমি নামে পরিচিত, তার মাধ্যমেই রক্ষা হতো সেই যোগাযোগ। এখানেও পড়তো জোয়ার-ভাটার প্রভাব। মিলতো ম্যানগ্রোভ জাতীয় গাছও।
অতি সম্প্রতি পূর্ব কলকাতার জলাভূমির অন্তর্গত ভেড়িগুলো সংস্কার করতে গিয়ে সেই প্রমাণ পেলেন স্থানীয় মানুষ। সংস্কারের উদ্দেশে ভেড়িগুলোর পাশের এলাকার মাটি কাটতেই মিললো বহু পরিমাণে গেওয়া গাছের গুঁড়ি, ডালপালা। দেখে বোঝা যায় সেগুলো যথেষ্ট পুরানো।
পূর্ব কলকাতার বেশ কয়েকটিতে মাছ চাষের সঙ্গে যুক্ত দীপঙ্কর মণ্ডল জানান, এই এলাকাটিই এক সময় ছিল বিদ্যাধরি নদীর খাত। পরে নদী গতিপথ পরিবর্তন করায় খাতটি মজে যায়। কিন্তু এই এলাকায় গেওয়া গাছের পুরানো কাঠ মেলায় আবারও স্পষ্ট হলো বিষয়টি।