কলকাতা ব্যুরো: কলকাতার হাসপাতালের ছোঁয়া এবার উত্তরবঙ্গের হাসপাতালে। কলকাতায় পাশের বেডে কোভিড আক্রান্তের মৃত্যুর পরেও দীর্ঘক্ষণ তার দেহ সেভাবেই পরে থাকার অভিযোগে হাসপাতাল ছেড়েছিলেন বৃদ্ধ। আর আলিপুরদুয়ারে কোভিড হাসপাতালে নিম্নমানের খাবার নিয়ে অভিযোগে বেরিয়ে পড়ল রোগী।
বৃহস্পতিবার সকাল নটা নাগাদ এক করোনা আক্রান্ত রোগী হঠাৎ বাইরে বেরিয়ে আসেন স্যালাইন সমেত। স্থানীয় লোকজন ঘিরে ধরে। সেই সময়ে হাসপাতালের এক কর্মী বেরিয়ে আসেন তাঁকে ভিতরে নিয়ে যেতে। কিন্তু সেই রোগী ওই কর্মীকে দেখে ক্ষোভ প্রকাশ করলে স্থানীয় লোকজন খেপে যান কর্মীর উপরেই। তাঁকে কয়েকজন মারধর করে বলে অভিযোগ। কর্মীটি পালিয়ে হাসপাতালে ঢুকে যান। পুলিশ জানায়, এই হাসপাতালে খাবার নিয়ে অভাব অভিযোগ আছে রোগীদের। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে ওই রোগীকে পুলিশ বাড়িতে পাঠিয়ে হোম আইশোলেশনে রাখার ব্যবস্থা করে।