কলকাতা ব্যুরো: আম্পানের পর বাঁধ মেরামতের ত্রুটি নিয়ে সোমবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রশ্নের মুখে ফেলে দিলেন। আর বৈঠক শেষ হতেই থানায় থানায় বার্তা গেল, কোনো ভাবে নতুন করে বাঁধ ভাঙা বা ফাটল ধরা, গ্রামে জল ঢোকার খবর পেলেই যেতে হবে ঘটনাস্থলে। খবর পাঠাতে হবে হেড কোয়ার্টারে।
আম্পানের ক্ষত ভরা কোটালে প্রকট হতেই নবান্নের রোষে পরতে হলো জেলা প্রশাসনকে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রবল বৃষ্টি ও ভরা কোটালের প্রবল জলোচ্ছাসে মূলত সুন্দরবনের বহু নদীবাধে নতুন করে ফাটল ধরেছে। কোথাও জোড়াতালি খুলে গিয়ে বাঁধের দফারফা। এমনকি ভাঙা বাঁধ মেরামতের দাবিতে শাসক বিধায়ককে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরতে হয়েছে।
আর এই অবস্থায় আম্পানের পরে বাঁধ মেরামত হয়ে থাকলে কী করে এখন তা আবার ভেঙে যায় তা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হলো দুই ২৪ পরগনার জেলা প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর এ দিন ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন, আম্পানের পর যখন বাঁধ মেরামত হচ্ছিল তখন কী তাতে ঠিক মতো নজরদারি হয়নি? না কি গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর কাছে যে দুই ২৪ পরগনার থেকে বাঁধ ভাঙার খবর এসেছে তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
কুলতলীর কিছু বাঁধ ছাড়া, পাথরপ্রতিমা, নামখানা, সাগরে গত কয়েকদিন ধরে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। গোবর্ধনপুর, বঙ্কিমনগর, মৌসুনি, ঘোড়ামারায় ব্যাপক ভাঙ্গন চলছে। বঙ্কিমনগরে ভেঙে যাওয়া রিং বাঁধ মেরামতের দাবিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরতে হয় স্থানীয় বিধায়ককে।
এই অবস্থায় নতুন করে নিম্নচাপ ও বান আসার আশঙ্কায় তটস্থ প্রশাসনের নিচুতলার কর্মীরা। এরইমধ্যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বাঁধ নিয়ে প্রশ্ন তোলায় স্বভাবত বিব্রত জেলা প্রশাসন। আর মুখ্যমন্ত্রী জেলাশাসকদের সঙ্গেই বাঁধ মেরামত ত্রুটি নিয়ে পুলিশ সুপারদেরও প্রশ্ন করায় বৈঠক শেষে থানাগুলির কাছে বাড়তি নির্দেশ গিয়েছে। কোনো ভাবে বাঁধ ভাঙা বা জল ঢোকার খবর পেলেই তা জানাতে হবে কন্ট্রোলে। বিডিওদের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়েছে পঞ্চায়েতগুলিকেও।