কলকাতা ব্যুরো: হাতে আড়াই মিনিট সময় আছে? তাহলে দেখুন।
চারিদিকে সবুজ ধান গাছ। যেদিকেই তাকানো যায় শুধু সবুজ প্রান্তর। সোমবার দুপুরে হঠাৎ বৃষ্টির ছিটে পড়তে শুরু করেছে। যে যার মত মাথা বাঁচাতে দৌড়োনোর তালে। হঠাৎ-ই সেই সবুজে ঘেরা মাঠের মাঝে তীব্র ধোয়ার কুন্ডলী। দ্রুত তা উপরের দিকে উঠছে। প্রথমে বড় বিপদের আশঙ্কায় সবাই পড়িমরি পালানোর চেষ্টা। কিন্তু তারইমধ্যে কেউ মোবাইলে ভিডিও রেকর্ড শুরু করলেন।
আদপে সেই কুন্ডলী একই জায়গায় পাক খেতে খেতে আকাশে উড়ে গেল। ঘটনা বাঁকুড়ার তালডাঙরা গ্রাম।
পরে জানা গেলো, কোনো অপার্থিব ঘটনা নয়। টর্নেডো। ওই ছোট্ট জায়গায় কিছুক্ষণ ঘুরপাক খেয়ে আবার সে হারিয়েছে নিজের মতোই। দেখে নিন সেই ছবি…..
Previous Articleবাঁধ ভাঙায় মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পরেই সতর্কতা গেল থানায়
Next Article উত্তরের চার জেলাই ভাবাচ্ছে করোনায়
Related Posts
Add A Comment