প্রায় শেষের মুখে ২০২৩ সাল। ঘটনাবহুল বছরটিতে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান থেকে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল- একাধিক সাফল্য অর্জন করেছে ভারত। অন্যদিকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় নেমে লড়াইয়ের মতো ঘটনারও বছর ছিল ২০২৩।
রাস্তায় পদকজয়ী কুস্তিগীররা
বিজেপি সাংসদ এবং জাতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ আনেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিকদের মতো দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা। ব্রিজভূষণ শরণ সিংকে অপসারণের দাবিতে যন্তরমন্তরে প্রতিবাদ দেখায় কয়েকশ কুস্তিগীর। তীব্র প্রতিবাদের জেরে বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সরকার এবং তাঁকে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
মণীশ সিসোদিয়া গ্রেফতার
গত ২৬ ফেব্রুয়ারি মদ নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় আম আদমি পার্টির দ্বিতীয় নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। একাধিকবার জামিনের আবেদন করা সত্ত্বেও এখনও জামিন পাননি এই আপ নেতা।
ত্রিপুরায় বিজেপির সরকার গঠন
তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রচেষ্টা স্বত্বেও গত মার্চ মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে পুনরায় ক্ষমতা দখল করে বিজেপি। ত্রিপুরা বিধানসভার ৬০ আসনের মধ্যে বিজেপি ৩২ আসনে জয়ী হয়। উল্লেখ্য, ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন মাত্র দু’ বছর আগে দল গঠন করেন এবং এ বছরই প্রথম বারের মত তারা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অন্যান্য দলগুলোকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
২৩ মার্চ মোদী পদবী অবমাননা মামলায় সুরাটের এক আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। এরপরের দিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নির্দেশ দেন লোকসভার স্পীকার ওম বিড়লা। উল্লেখ্য, রাহুল গান্ধীই প্রথম নন, এর আগেও বিভিন্ন কারণে একাধিক সাংসদের পদ খারিজ হয়েছে। এই তালিকায় আছেন খোদ ইন্দিরা গান্ধীও। এছাড়াও লালুপ্রসাদ যাদব, জয়ললিতা, আজম খানের মতো রাজনৈতিক হেভিওয়েটরা রয়েছেন এই তালিকায়।
গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই
গত ১৫ এপ্রিল উত্তরপ্রদেশে প্রয়াগরাজে পুলিশের সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ আহমেদ। এক প্রাক্তন বিধায়কের হত্যা মামলার সাক্ষী উমেশ পালকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সাংসদ আতিক আহমেদ ও তাঁর ভাইকে। মেডিক্যাল চেক আপে নিয়ে যাওয়ার সময় হাসপাতাল চত্বরে পুলিশের সামনেই আততায়ীদের গুলিতে নিহত হন দুই ভাই। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। যোগী পুলিশকে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।
জনসংখ্যার নিরিখে চিনকে ছাড়িয়ে গেল ভারত
এপ্রিল মাসে রাষ্ট্রসংঘের প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ভারতের মোট জনসংখ্যা হল ১৪২.৮৬ কোটি। আর, চীনের মোট জনসংখ্যা হল ১৪২.৫৭ কোটি। দীর্ঘ দিন ধরেই বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের তকমা পাওয়া চিন ‘এক সন্তান নীতি’র উপরে জোর দেওয়ার পরেই সে দেশে জনসংখ্যা হ্রাস পেতে থাকে। তার পরই জনসংখ্যা হ্রাস পেতে থাকে সে দেশে। ছয় দশক পরে প্রথম বারের জন্য চিনের জনসংখ্যা বৃদ্ধির হার শুধু থমকেই যায়নি, অস্বাভাবিক ভাবে কমতেও থাকে। তথ্য বলছে ভারতেও জনসংখ্যা বৃদ্ধির হার থমকে গিয়েছে।
কর্ণাটকে কংগ্রেসের সরকার গড়ন
মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে মসনদ থেকে সরিয়ে সরকার গড়ে কংগ্রেস। সিনিয়র কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়। প্রসঙ্গত, ২০১৮ সালের ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল বিজেপিই। তাদের আসন ছিল ১০৪টি, কংগ্রেস পেয়েছিল ৮০টি আর জনতা দল (সেকুলার) পেয়েছিল ৩৭ টি আসন। প্রথমে বিজেপি সরকার গড়েছিল, কিন্তু আস্থা ভোটে তারা হেরে যায়, যৌথভাবে সরকার গড়ে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)। মুখ্যমন্ত্রী হয়েছিলেন জনতা দলের এইচডি দেবেগৌড়া। ১৪ মাস পরে ক্ষমতাসীন দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ১৭ জন বিধায়ক, যার ফলে বিজেপি আবারও সরকার গড়তে সক্ষম হয়।
মণিপুরে জাতিগত হিংসার আগুন
উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে আগুন জ্বলছে। মেইথেই আর কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষের জেরে মণিপুর উত্তপ্ত। মণিপুরের বিজেপি সরকার মেইথেই সম্প্রদায়কে তপশিলী আদিবাসী সংরক্ষণের আওতায় আনতে চাওয়ায় সংরক্ষণের বিরোধিতায় নামে কুকি সহ অন্যান্য আদিবাসী গোষ্ঠী। তাদের আশঙ্কা মেইথেই সম্প্রদায় আদিবাসী স্বীকৃতি পেলে প্রকৃত আদিবাসীরা জঙ্গলের সাংবিধানিক হারাবে, জঙ্গলে ভাগ বসাবে মেইথেই। কারণ, রাজধানী ইম্ফল সংলগ্ন এলাকায় থাকার ফলে মেইথেইরা রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে তুলনায় অনেক বেশি সুবিধাজনক অবস্থায়। একইসঙ্গে উপত্যকায় জনঘনত্ব বেশি হওয়ায়, বিধানসভা আসনের সংখ্যাও বেশি। এই অবস্থায় মেইথেই সম্প্রদায়কে উপজাতি হিসাবে স্বীকৃতিদানের উদ্যোগ শুরু হওয়ায় আদিবাসীরা জঙ্গলের অধিকার হারানোর ভয়ে প্রতিবাদ শুরু করেন। কার্যত আদিবাসীদের মনে অধিকার হারানোর ভয় সৃষ্টি করেছে কেন্দ্র ও মণিপুরের বিজেপি সরকার।
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়
গত ২ জুন ওড়িশার বালাসোর জেলায় ৩টি ট্রেনের সংঘর্ষে ২৯৬ জন মানুষের মৃত্যু হয়। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের সাথে একটি মালগাড়ির সংঘর্ষে এক্সপ্রেসের ২২টি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়, যেখানে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আসছিল। এই ঘটনায় রেলের পরিকাঠামোর তীব্র সমালোচনা শুরু হয় দেশজুড়ে। রেলের তরফ থেকে সিগনালিং ব্যবস্থার ত্রুটিকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল।