প্রায় শেষের মুখে ২০২৩ সাল। ঘটনাবহুল বছরটিতে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান থেকে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল- একাধিক সাফল্য অর্জন করেছে ভারত। অন্যদিকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় নেমে লড়াইয়ের মতো ঘটনারও বছর ছিল ২০২৩।
‘ইন্ডিয়া’ ২৮ টি বিরোধী দলের যৌথমঞ্চ
জুলাই মাসে বেঙ্গালুরুতে হওয়া এক বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ২৮টি বিরোধী রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার সিদ্ধান্ত নেয়। কংগ্রেসের নেতৃত্বাধীন এই মঞ্চের নাম দেওয়া হয় INDIA – Indian National Developmental Inclusive Alliance। এখনও পর্যন্ত এই মঞ্চের চারটি বৈঠক হয়েছে। এই মঞ্চে কংগ্রেস ছাড়াও তৃণমূল, আপ, ডিএমকে, সিপিআইএম, জেডিইউ, আরজেডি, এসপি-র মতো দলগুলি রয়েছে।
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ
২৩ আগস্ট ইতিহাস গড়ে ভারত। পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দেয় চন্দ্রযান-৩। গোটা দেশজুড়ে পালিত হয় ইসরোর এই সাফল্য।
G20 শীর্ষ সম্মেলন আয়োজন করে ভারত
৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করে ভারত। চিন বাদে জি-২০ সদস্য সমস্ত দেশের নেতারা এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। দুদিনের এই অনুষ্ঠানের জন্য ৪,১০০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত মণ্ডপম’ নামের একটি কনভেনশন সেন্টার তৈরি করা হয়। নয়াদিল্লির রাস্তা নতুন করে সাজানো হয়। এই সম্মেলন উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে ১২৫টি ফোয়ারা এবং ৭০টি বড় ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত
এ বছর পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। টানা ১১ ম্যাচ অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালে উঠে ভারত। যদিও শেষ হাসি হাসতে পারেনি মেন ইন ব্লু-রা। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া ফাইনালে ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। তবে একাধিক হৃদয় জয় করা অনেক মুহূর্ত তৈরি হয়েছে এই বিশ্বকাপে। কিংবদন্তী শচীন টেন্ডুলকারের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি। ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেন বোলার মহম্মদ শামি। ৩ ম্যাচ বসিয়ে রাখার পর সুযোগ দেওয়া হয়েছিল শামিকে। তা সত্ত্বেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী (২৪) হয়েছেন তিনি।
উত্তারখন্ডের টানেলে ১৭ দিন ধরে আটক ৪২ জন শ্রমিক
১২ নভেম্বর গোটা দেশ যখন দীপাবলির আলোর রোশনাইয়ে মাতোয়ারা, তখন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় একটি নির্মাণাধীন টানেলের ভিতরে আটকে পড়েন ৪১ জন নির্মাণ শ্রমিক। টানা ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর উদ্ধার করা হয় তাঁদের। বিদেশ থেকে আনা হয় অভিজ্ঞ উদ্ধারকারী দল। ভঙ্গুর এলাকায় শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা। যদিও শেষে বর্তমানে নিষিদ্ধ দেশীয় র্যাট হোল মাইনিং পদ্ধতিতেই আটক শ্রমিকদের উদ্ধার করা হয়।
হিন্দি বলয়ের তিন রাজ্যে জয় বিজেপির
৩ ডিসেম্বর একসাথে ৪ রাজ্যের নির্বাচনের ফল ঘোষিত হল। ছত্তিসগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে সরকার গড়ে বিজেপি। ছত্তিসগড়, রাজস্থানে ক্ষমতায় থাকা সত্ত্বেও আশানুরূপ ফল করতে পারেনি কংগ্রেস। তেলেঙ্গানায় কে সি আরের বিআরএস-কে সরিয়ে সরকার গড়ে কংগ্রেস। মিজোরামেও নির্বাচন হয়েছিল। ৪ ডিসেম্বর ফল ঘোষণা হয় সেখানে। মিজোরামেও সরকার বদল হয়েছে। এই নির্বাচনগুলিকে আগামী বছরের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসাবে দেখা হচ্ছে।
মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ
টাকা দিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পীকার ওম বিড়লা। দুবাইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন মহুয়া বলে অভিযোগ। স্পীকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী। নতুন বছরের শুরুতে এই মামলার শুনানি হবে।
সংসদের নিরাপত্তা লঙ্ঘন
১৩ ডিসেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকা লোকসভা কক্ষের গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফিয়ে পড়েন দুই যুবক। এরপর কক্ষের মধ্যে হলুদ ধোঁয়া স্প্রে করতে থাকেন তাঁরা। সংসদের বাইরে স্লোগান দিতে শুরু করেন আরও দুজন। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে কর্ণাটকের মাইসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার থেকে পাস পেয়েছিলেন যুবকরা। পুলিশ সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কোনও চাকরি পাচ্ছিলেন না ধৃতরা, হতাশায় ভুগছিলেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় দেশজুড়ে। অবাক হয়েছেন সাংসদরাও।
সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড ১৪৬ বিরোধী সাংসদ
সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে বিক্ষোভ দেখানোর জেরে সংসদের দুই কক্ষ থেকে মোট ১৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। বিরোধীশূন্য অবস্থাতেই ক্রিমিনাল ল বিল, টেলিকমিউনিকেশন বিল, ইলেকশন কমিশনার নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদের দুই কক্ষে।
WFI-র নতুন সভাপতি নির্বাচন ঘিরে বিতর্ক
২০ ডিসেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে জয়ী হয়েছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এর প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন আর এক অলিম্পিক পদকজয়ী কুস্তীগির বজরং পুনিয়া। প্রতিবাদ জানিয়ে অর্জুন পুরস্কার, খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগত।