কলকাতা ব্যুরো: টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাওয়া শহরে বৃহস্পতিবারের লকডাউনে রাস্তায় গাড়ি বেরোলো কম। যদিও তারইমাধ্যে নিছক কৌতূহলে লক ডাউন পালন কেমন হচ্ছে তা দেখতে গিয়ে পুলিশের নজরে পড়ে গেলেন কয়েকজন। ফলে তাঁদের গুনতে হলো জরিমানা। আবার বেশ কিছু গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলো পুলিশ।
এ দিনের শহরের বহু রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় লকডাউনে কাজ করতে কিছু ক্ষেত্রে বেগ পেতে হয় পুলিশকে। সারা দিন দফায় দফায় চলতে থাকা বৃষ্টি একটু কমলেই রাস্তায় লোকজনের চলাচল বাড়ে। আবার পুলিশকে নজরদারি বাড়াতে হয়। ফলে সারাদিনই একদিকে বৃষ্টি ও অন্যদিকে আইন না মেনে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ে পাবলিককে বাগে আনতে চোর-পুলিশ খেলা চলে।
এদিন দুপুর পর্যন্ত আইন না মানায় ৭৮ টি ক্ষেত্রে আইনি ব্যবস্থা, সাতটি গাড়িকে জরিমানা করেছে পুলিশ। মাস্ক না পরে রাস্তায় বেড়ানোই ৭২ জন ও প্রকাশ্যে থুথু ফেলায় দু’জনকে জরিমানা করেছে কলকাতা পুলিশ।