কলকাতা ব্যুরো : পকেটে রেস্ত থাকলে চিন্তা নেই। দিল্লি থেকে বাস ছাড়বে। থাইল্যান্ড, চিন, রাশিয়া জার্মানি সহ ১৮ টি দেশ ঘুড়িয়ে লন্ডন নিয়ে যাবে আপনাকে। পৃথিবীর দীর্ঘ বাস যাত্রা। খরচ ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ টাকা।
সমুদ্র , আকাশ পথে অনেকেই বিদেশ গেছেন। তাই বলে বাসে লন্ডন? অভিনব বৈ কি। ১৫ আগষ্ট গুরুগ্রামের এক ট্রাভেল সংস্থা এরকমই ঘোষণা করেছে। এই বাস যাত্রার পূর্ণ বর্ণনা দিল সংস্থা । অ্যাডভেঞ্চার ওয়ান্ডার ল্যান্ড জানিয়েছে, বাসে করে ১৮ টি দেশ ঘুরে ৭০ দিনে ডেস্টিনেশন লন্ডন পৌঁছাবেন পর্যটকরা।
[3d-flip-book mode=”fullscreen” id=”10415″ ][/3d-flip-book]
দিল্লি থেকে যাত্রা শুরু করে ইম্ফল, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্থান উজবেকিস্তান,কাজাকিস্তান, রাশিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র , জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স হয়ে লন্ডন পৌঁছাবে এই বিলাসবহুল বাস। বাসে থাকছে ২০ টি বিজনেস ক্লাস সিট। প্রতিটি সিটে বিনোদনের ব্যবস্থা। থাকছে ডিজিটাল ডিসপ্লে, ল্যাপটপ, মোবাইল চার্জের ব্যাবস্থা এবং যাত্রীদের জন্য ব্যাক্তিগত লকার।
দিল্লি থেকে লন্ডন যাত্রাকে চার ভাগে ভাগ করেছে ট্রাভেল এজেন্সি। এর মধ্যে যে কোনও একটি বা দুটি প্যাকেজও নিতে পারেন যাত্রীরা। সেই মত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। সেই অনুযায়ী টাকাও নেওয়া হবে। ট্রাভেল এজেন্সি ভিসার ব্যাবস্থা করবে। ব্যাবস্থা হবে বিদেশে চার কিম্বা পাঁচ তারা হোটেলে থাকার ব্যাবস্থাও। চাইলে ভারতীয় খাবারও পেয়ে যাবেন।
এটাই কিন্তু প্রথম ভারত থেকে লন্ডন যাত্রার বাস নয়। ১৯৫৭ সালে কলকাতা থেকে লন্ডন বাসে যাতায়াত হত। এবার হবে দিল্লি টু লন্ডন। অ্যাডভেঞ্চার ওযান্ডার ল্যান্ডের কর্ণধার তুষার আগরওয়াল জানালেন, ২০১৮ – ১৯ এ গাড়ি করে
লন্ডন পৌঁছে গিয়েছিলেন তারা। সেখান থেকেই ভাবনাটা মাথায় আসে।