কলকাতা ব্যুরো : সন্দেশখালি থানার ঝুপখালি গ্রামে দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। টালির ঘরের ভেতর থেকে এই দুই ব্যাক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গ্রামের মানুষদের দাবী তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা জানাজানি হতেই এই কাণ্ড ঘটিয়েছেন তারা।
মৃত দুই ব্যাক্তির নাম বাপান সর্দার, বয়স ২৫ এবং মনিকা সর্দার, বয়স ১৯। মোবাইল থেকে এই দুই ব্যাক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারে পরিবারের লোকেরা। সেই জন্যই তারা আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ।