ঘর সাজাতে গাছ লাগান। এ কোনও বিজ্ঞাপনী চমক নয়। একেবারে সহজ ভাবে বলতে হলে, ইট-কাঠের জঙ্গলে বসবাস করতে গিয়ে হারিয়ে ফেলা সবুজকে ফিরিয়ে আনার চেষ্টা। তাতে এক দিকে সৌন্দর্য। অন্যদিকে মন ভালো করা। আর তার সঙ্গে আরও অনেক কিছু পাওয়া।
আজ বলবো একটা গাছ নিয়ে। Areca palm is the prettiest, air purifying, indirect light plant। একে ঘরে জানালার পাশে রাখা প্রয়োজন। যাতে দিনে তিন-চার ঘণ্টা সূর্যের আলো গাছটা পায়। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সূর্যের রশ্মি যেনো সরাসরি গাছে না পরে। এই গাছ শুধু মাত্রাতিরিক্ত অক্সিজেন দেয় না, কিন্তু এই গাছ আপনাকে Stress, মানসিক উত্তেজনা, দুশ্চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে। একই সঙ্গে আপনার মনসংযোগ বাড়াবে। Benzyl, Nitrogen-DI-oxide, Carbon-DI-oxide এবং Dust Particles অপসারণ করে এই গাছ। এক কথায় বাতাসকে দূষণ মুক্ত করতে ভীষণ কাজের এই গাছ।
তাই এই গাছকে living -room (বসার ঘর), Bed-room (শোবার ঘর), এমনকি পড়ার টেবিলে রাখা যায় । Areca palm এর moist drained soil প্রয়োজন । দেখতে হবে গোড়ায় জল না জমে থাকে। তাতে শিকড়ে পচন ধরবে তাই মাটিতে নির্দিষ্ট অনুপাতে বালি, garden soil, coco-pit, vermin-compost মিশ্রন বানাতে হবে।
জলের পরিমাণ বা soil ratio র ভুল ভ্রান্তি হলে গাছের পাতার আগা বা ডাল খয়েরী হয়ে ওঠে।
এই পরিস্থিতিকে গাছের অসুস্থতা বলে বুঝতে হবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। গাছের পাতার দুই পিঠই নিয়মিত ভাবে ভেজা সুতির কাপড় দিয়ে মুছে দিলে পাতায় জমা ধুলো ও কড়া জলের দাগ পরিষ্কার করা উচিত। ফলে সঠিক মাত্রায় বাতাস চলাচল করতে পারে, যাতে গাছ উপযুক্ত ভাবে বেড়ে উঠতে পারে। অতিরিক্ত সূর্য রশ্মি তাপে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ওঠে।
নিয়মিত ভাবে গাছের হলুদ পাতা ও ডালকে ছেঁটে ফেলতে হয়, এতে গাছের বৃদ্ধি ভালো হয়। Areca plant একটা খুব সাধারণ সহজ ভাবে গড়ে তোলা যায়। indoor & outdoor রাখা যায় । Proper care নিলে একটি গাছ থেকেই অনেক গাছ হওয়া সম্ভব । ভালো থাকতে সুস্থ থাকতে Areca palm এর ভূমিকা অনবদ্য।
যোগাযোগ- ৯৮৩০৮-৩১৫০৪ / ৮০১৭০-৯০০৪৩