সম্বিৎ চ্যাটার্জি
এ পর্যন্ত আমরা জেনেছি যে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে । এর ফলে সচেতন মনের মাধ্যমে আমাদের আচরণ,প্রতিক্রিয়া ইত্যাদি প্রকাশিত হয় । এভাবেই আমাদের বাস্তবতা রূপ নেয় ।তাই আমাদের বাসস্থানের বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে অবচেতনে প্রতিফলন ফেলে । এগুলিই বাস্তুশাস্ত্রের মূল আলোচ্য বিষয় ।
কথায় বলে, ‘ স্বাস্থ্যই সম্পদ ‘।১০০ ভাগ খাঁটি কথা।বাস্তুশাস্ত্র অনুসারে, বাসস্থানের উত্তর-পূর্ব দিকটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যেহেতু অবচেতন মন আমাদের বাস্তবতাকে (Reality) সম্পূর্ণভাবে প্রভাবিত করে, তাই সেই প্রভাব স্বাস্থ্যের ওপর পড়াটাও একান্তই স্বাভাবিক ।
মনে রাখতে হবে, সুস্থতা ও ভালো স্বাস্থ্য হলো একটি একান্ত স্বাভাবিক বিষয় । আমি, আপনি আমাদের প্রত্যেকেরই সুস্থ শরীর, মন নিয়ে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু, এই জগতের মূলনীতিগুলির সঙ্গে সামঞ্জস্যর অভাব ঘটলে সুর কাটতে বাধ্য । তাই, যেকোনো রকম অসুস্থতা বা অসুখ – অর্থাৎ যা সুখ – র অভাব ঘটাচ্ছে, তা আসলে ঐ অসামঞ্জস্য- এরই বহিঃপ্রকাশ।
বাস্তুশাস্ত্র আমাদের বিশদে জানায় কিভাবে এই সামঞ্জস্যকে বজায় রাখা সম্ভব । পাঁচটি যে মূল উপাদান সর্বত্র বিরাজমান ও ক্রিয়াশীল, অর্থাৎ, জল, বায়ু, আগুন,ভূমি এবং আকাশ , সেগুলির ভারসাম্য বজায় রাখা খুবই প্রয়োজনীয় একটি বিষয় । উত্তর পূর্ব দিকে যদি কোনো লাল রং বা আগুন জাতীয় দ্রব্যের উপস্থিতি থাকে তবে তা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে । তবে যদি একটি ছোট ফ্ল্যাট এ ওই দিকে রান্নাঘর থাকে এবং সেই রান্নাঘরের স্থান পরিবর্তন করা সম্ভব না হয়, তবে আধুনিক বাস্তু বিজ্ঞান অনুযায়ী এই ভুলকে সংশোধন করে ফেলা অবশ্যই সম্ভব ।আবার অন্য কোনো দিকের উপাদানগত তারতম্যও (Elemental Imbalance) স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে ।
অসুস্থতার কারণটি এক্ষেত্রে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়।
তাই অসুস্থতার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম সুচিকিৎসকের পরামর্শ নেব । এরই সঙ্গে আমরা আজ থেকেই অসুস্থতার কারণ যাতে না ঘটে সে ব্যাপারে সচেষ্ট হব । আসুন, বাস্তুশাস্ত্রের হাত ধরে প্রকৃতির নিয়ম মেনে নিজেদের নিরোগ, সুন্দর, সুস্থ জীবন সাজিয়ে তুলি আমরা ।আসলে, আমরা তো সবাই প্রকৃতিরই সন্তান, তাই না ?
SAMBIT CHATTERJEE
Wellness Advisor and Founder Vaastu Consultant
SOLVEVAASTU.COM
CONTACT/WHATSAPP : 9831225933
MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com