কলকাতা ব্যুরো: একেই বলে বাঘের ঘরে ঘোগের বাসা। কলকাতা পুরসভার পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ করোনায় আক্রান্ত হলেন। তাঁর কাছে কর্মরত স্বাস্থ্যবিভাগের এক কর্মী সম্প্রতি করোনায় আক্রান্ত হন। ওই কর্মীর সংস্পর্শে আসায় গতকাল সৌমিত্রবাবুর রেপিড টেস্ট হয়। তাতে ধরা পরে সৌমিত্রবাবুর নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হোম আইসোলোশনে রয়েছেন।
পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, আগামী এক সপ্তাহ সব উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তাদের নমুনা পরীক্ষা করা হবে। আপাতত আগামী এক সপ্তাহের জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘর জীবাণুমুক্তকরণের জন্য বন্ধ থাকবে।