কলকাতা ব্যুরো: অনুষ্কা শর্মার প্রোডাকশনের ওয়েব সিরিজ পাতাললোক নিয়ে বিতর্কের জেরে এবার পৃথক সেন্সর বোর্ড গড়ার পক্ষে কলকাতা হাইকোর্ট। সিনেমার ক্ষেত্রে যদি সবদিক খতিয়ে দেখতে সেন্সর বোর্ড থেকে তবে এখন বাজারে ব্যাবসা করা ওয়েবসিরিজের ক্ষেত্রে কেন তেমন কিছু থাকবে না। এই যুক্তিতে আবেদন করেছিলেন আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ডিভিশন বেঞ্চ স ব্যাপারে মৌখিক ভাবে সহমত পোষণ করেছে।
এর আগে এক নেপালি তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে এই ওয়েব সিরিজে দেখিয়ে নেপালি বিদ্বেষী কিছু বক্তব্য বলেন হয় বলে অভিযোগ। তারইসঙ্গে শিশুদের প্রতি কটাক্ষ, কুরুচিপূর্ণ মন্তব্য ছবি থেকে কাটার দাবিতে পৃথক দুটি মামলার পরিপ্রেক্ষিতে এই সেন্সর বোর্ড নিয়ে বক্তব্য কোর্টের।