কলকাতা ব্যুরো: নারদকান্ড নিয়ে পাঁচ তৃণমূল নেতা-নেত্রী এবং আইপিএস অফিসার এসএমএসএইচ মির্জাকে নোটিশ পাঠানো হলো ইডি দপ্তর থেকে। ইডি সূত্র থেকে খবর, শুভেন্দু অধিকারি, সৌগত রায়, কাকলি ঘোষদোস্তিদার, অপরূপা পোদ্দার এবং রত্না চট্টোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়। এঁদের মধ্যে রত্না একদা তৃণমূল নেতা, তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলার মধ্যেই শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। কিন্তু নারদ কান্ডে তাঁর যাবতীয় আর্থিক হিসেব নিকেশ সব স্ত্রী রত্না রাখতেন বলে ইডিকে জানানোয় রত্নাকে এর আগেও তদন্তকারী সংস্থার সামনে যেতে হয়েছে।
এরা ছাড়াও সাসপেন্ডেড আইপিএস অফিসার এস এম এইচ মির্জা ও তাদের পরিবারের সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে জুলাই মাসে ইমেইল পাঠানো হয়। কোনো জবাব না মেলায় এবার নোটিশ পাঠানো হলো।