কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসে দেশের পতাকা তোলাকে কেন্দ্র করে গোলমাল শুরু দুই গোষ্ঠীর। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। ওই জায়গায় একপক্ষকে পতাকা তুলতে দিতে নারাজ অন্যপক্ষ। পাল্টা সেই জায়গা ছাড়তে নারাজ পতাকা তোলার আয়োজন করা গোষ্ঠী। তা থেকে চরম গোলমাল সংঘর্ষ ছড়ায় এলাকায়। হুগলির খানাকুলের এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
মৃত সুদর্শন প্রামানিক তাদের স্থানীয় নেতা বলে দাবি করেছে বিজেপি। সুরজিৎ সামন্ত নামে তাদের আরও এক সমর্থক গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি বিজেপির।