কলকাতা ব্যুরো: ভারতের স্বাধীনতা দিবস পালন হলো দেশের সীমান্তেও। এ রাজ্যের বনগাঁয় পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল সীমান্তে এ বারেও স্বাধীনতা দিবস পালন করেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। সেই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর কর্তারাও। দু’দেশের মধ্যে মিষ্টি বিনিময় হয়।
এ দিন সকালে সেই অনুষ্ঠান দেখতে অন্যান্যবার ভিড় করেন বহু নাগরিক। কিন্তু এবার করোনা আবহে সেই জমজমাট অনুষ্ঠানে রাশ টানা হলেও প্রথাগত অনুষ্ঠান হয়েছে।