কলকাতা ব্যুরো: উৎসবের বদলে আশঙ্কার মেঘ কাশ্মীরে। ঠিক একবছর আগে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়েছিল।
বুধবার দিনটিতে উৎসব পালনের কর্মসূচি আছে বিজেপির। অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাসের পাশাপাশি কাশ্মীরে সরকারের এই পদক্ষেপটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করবে গেরুয়া শিবির। ব্যতিক্রম কিন্তু কাশ্মীর। উৎসব দূরের কথা, উপত্যকায় কারফিউ জারি করেছে প্রশাসন।
সেনার বাড়তি নজরদারি শুরু হয়েছে। একইসঙ্গে কাশ্মীরে সীমান্তের কাছে এই প্রথম নামানো হয়েছে মহিলা বাহিনী। অসম রাইফেলসের এই মহিলা বাহিনী সেনার সঙ্গে সমন্বয় রেখেই নজর রাখবে উপদ্রুত উপতক্যায়। আসলে কাশ্মীরবাসীর উল্লেখযোগ্য অংশই ৩৭০ অনুচ্ছেদ রদে প্রচণ্ড ক্ষুব্ধ।
বুধবার সেই ক্ষোভ ফেটে পড়ার আশঙ্কা রয়েছে কাশ্মীরের পথে। বিচ্ছিন্নতাবাদীরাও গোপনে গোপনে বিক্ষোভ প্রদর্শনের ছক কষে ফেলেছে। প্রশাসনের সেই খবর অজানা নয়। হুরিয়ত কনফারেন্স জানিয়েই দিয়েছে, চরিত্র বদল ও সমস্যাকে লঘু করে দেখালেই কাশ্মীরের বাস্তব পরিস্থিতি বদলে গিয়েছে বলে ভাবার কারণ নেই। হুরিয়ত কনফারেন্স সহ বেশ কয়েকটি সংগঠন আবার বুধবার কাশ্মীরে কালা দিবস পালনের ডাক দিয়েছে।
ফলে যে কাশ্মীর নিয়ে দেশ জুড়ে উৎসব, সেই কাশ্মীর নিয়েই আশঙ্কায় আছে প্রশাসন। উৎসব উদযাপন দূরের কথা, নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীরকে। তাও দিনটি শান্তিতে কাটবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রশাসনেই।