কলকাতা ব্যুরো : বনসহায়ক পদের জন্য ২০০০ জন কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। একবছরের চুক্তিতে কর্মী নিয়োগ হবে। এই মর্মে এক বিজ্ঞপ্তি যারি করেছে সরকার থেকে। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই কাজের জন্য আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের অফিসিয়াল ওয়েবসাইট ( www.westbengalforest.gov.in) গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের স্বীকৃত স্কুল থেকে এইট পাশের যোগ্যতা থাকতে হবে। বয়স ১৮ – ৪০ এর মধ্যে হতে হবে। আগষ্ট মাসের ৬ তাকিখের মধ্যে আবেদন করতে হবে