কলকাতা ব্যুরো: ভারতীয় কোথায় না আছে। ভালোতেও আছে, মন্দেও আছে। আফগান সরকারের এক বার্তায় ভারতীয় গোয়েন্দারা । গত রবিবার থেকে টানা দুদিন আফগানিস্তানে আইএস জঙ্গিদের এক হামলার নেতৃত্ব দিয়েছে কেরলের এক যুবক। জালালাবাদের এক কারাগারে ওই হামলায় মঙ্গলবার পর্যন্ত ৩৯ জন মারা গিয়েছে।
এদের মধ্যে ১০জনই ইসলামিক স্টেটের জঙ্গি। নিহতদের তালিকায় কেরলের ওই যুবকও আছে। কারাগারে ঢোকার মুখে আত্মঘাতী বিস্ফোরণে সে নিজেকে উড়িয়ে দেয়। যুবকটির নাম কালুয়েত্তিয়া পুরাইল ইজাস। কেরলের কাসারগড়ে তার বাড়ি। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়েছে এনআইএ। আইএস-র কাসারগড় মডিউল ছিল বলে জানতে পেরে এখন নড়েচড়ে বসেছেন এনআইএ-র গোয়েন্দারা।