কলকাতা ব্যুরো: নরেন্দ্র মোদির হাতে রাম মন্দিরের শিল্যান্যাস, এ আনন্দ-আবেগ শুধু আমার নয়, গোটা দেশের। বক্তা লালকৃষ্ণ আদবানি। বিজেপির এই ‘লৌহ পুরুষ’ ভূমি পুজোর আগের দিন অযোধ্যা নিয়ে তাঁর বক্তব্য জানালেন। যদিও অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় তিনি নেই।
আদবানি তাঁর বক্তব্যে, ১৯৯০ সালে রথ যাত্রার প্রসঙ্গ এনেছেন। গুজরাটের সোমনাথ থেকে শুরু করে অযোধ্যা পর্যন্ত তাঁর সেই রথযাত্রা বিজেপির পালে হাওয়া টেনে ছিল। সেই প্রসঙ্গ উল্লেখ করেন গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
Previous Articleকেরল থেকে জালালাবাদ, নিহত আইএস জঙ্গি
Next Article বিতর্কের অযোধ্যা, অযোধ্যার বিতর্ক
Related Posts
Add A Comment