কলকাতা ব্যুরো: লকডাউনের নয়া নির্দেশিকায় করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাবে তো? সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। বুধবার আবার রাজ্যে কমপ্লিট লকডাউন। মৃতের সংখ্যায় কিন্তু কোন লাগাম নেই। রোজ বাড়ছে। ফলে করোনার মৃত্যুতে মঙ্গলবার আবার রেকর্ড। একদিনে রাজ্যে করোনার বলি হলেন ৫৪ জন। সোমবার সংখ্যাটা ছিল ৫৩। দৈনিক সংক্রমণে গত দুদিনের ধারা বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২,৭৫২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। এঁদের মধ্যে কলকাতার ৭১৯, উত্তর ২৪ পরগনার ৫৯৬। মৃত্যুতে এই দুই জেলা প্রায় সমান সমান। কলকাতায় ১৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৪ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা আজ ৮০ হাজার ছাড়ালো। সংখ্যাটা এখন ৮০,৯৮৪। সুস্থতার হার আগের মতোই স্বস্তিদায়ক, ৭০.২৪ শতাংশ। আজকেও ২২,৩২১ জনের করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত মোট টেস্টের সংখ্যা হল ৯,৭৮,৯৮০। পজিটিভিটির হার অর্থাৎ প্রতি ১০০ টেস্টে পজিটিভ রিপোর্টের হার কিন্তু রোজ বাড়ছে। আজ ওই রেট ৮.২৭। এই হার এখনও পর্যন্ত রেকর্ড।
Previous Articleবাজিতে বিস্ফোরণ বেইরুটে
Next Article কেরল থেকে জালালাবাদ, নিহত আইএস জঙ্গি
Related Posts
Add A Comment