কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসে সেজে উঠেছে গোটা দেশ। বাদ যায়নি কলকাতায় ইতিহাসের সাক্ষী হাওড়া ব্রিজ আর দেশের প্রথম বিচারালয়, কলকাতা হাইকোর্ট। এ ছাড়া শহরের বড় বড় স্থাপত্য জেগে উঠেছে আলোর মেলায়। সেজেছে তেরঙ্গার সাজে।
করোনা আবহে এ বারের স্বাধীনতা দিবস পালনে অনেকটাই কমে মানুষের যোগ। অন্যান্য বছর বিকেলের পরেই এমন সাজানো শহর দেখতে ভিড় জমে যায়। এবার মানুষ শূন্য পথ পরে থাকলেও আলোর মালা পরে সেজেছে শহর।