কলকাতা ব্যুরো : ৪৫ বছর আগে মুক্তি পায় শোলে। সেই ছবি মুক্তির আগে রমেশ সিপ্পি জানতেন না, তার এই অ্যাকশন থ্রিলার সব রেকর্ড ছাপিয়ে যাবে। এই ছবির আগে তার পরিচালিত দুটি ছবি মুক্তি পায় – আন্দাজ আর সীতা আউ র গীতা। দুটোই প্রশংসা পায় সেই সময়। কিন্তু শোলের আগে হলিউড ধাঁচে কোনো ছবি হয়নি বলিউড এ।
পরীক্ষামূলক এই ছবি সব রেকর্ড ছাপিয়ে যায়। সে সময় তার ভাগ্য সদয় ছিল। কারণ চিত্রনাট্যকার জাভেদ ও সেলিম এই ছবির স্ক্রিপ্ট নিয়ে দোরে দোরে ঘুরলেও মনমোহন দেসাই বা প্রকাশ মেহেরার মত পরিচালকরা উৎসাহ দেখান নি শোলে নির্মাণে। তাই ছবি নির্মাণের দায়িত্ব পান রমেশ সিপ্পি। পি টি আই কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান পরিচালক রমেশ সিপ্পি নিজে।