কলকাতা ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই কথা ঘোষণার শেষ মুহূর্তটা ফ্রেমে বন্দি হয়ে থাকলো ক্রিকেটার ধোনি আর মুকেশের যুগলবন্দিতে।
হ্যা, আজ সন্ধ্যায় ধোনি ক্রিকেট জীবন থেকে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে বলেন, ‘আজ সন্ধে সাতটা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত মনে করতে পারেন।’ তিনি তাঁর ফ্যানদের শুভেচ্ছা জানিযেছেন এতদিন তাঁর পাশে থাকার জন্য।
ইন্সট্রাগ্রামে ধোনি তাঁর ক্রিকেটার জীবনের সেরা কিছু মুহূর্তের ছবি তুলে দিয়েছেন। সেই সব ছবির যে আলবাম করেছেন, তার ব্যাক গ্রাউন্ডে বাজছে মুকেশের কণ্ঠের সেই বিখ্যাত গান। ম্যায় পল দো পল কা সায়ার হু……কভি কভি সিনেমার সেই বিখ্যাত গান পিছনে রেখেই ধোনি নিজের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলি রেখেছেন সামনে।
রেলের এক টিকিট চেকার থেকে দেশ হয়ে বিশ্ব ক্রিকেটের অংশীদার। দেশকে দ্বিতীয়বার ক্রিকেটে বিশ্বজয়ের কৃতিত্ব এনে দেওয়া ক্যাপ্টেন কী বিদায় বেলায় নিজেই আবেগে ভাসলেন? জীবনে এত কিছু পাওয়ার পরেও তাঁর দার্শনিক মন কী এই মুহুর্তে তাঁকে এমন এক বিষণ্ণ, একাকিত্বের উপলব্ধির গান বাছতে বাধ্য করলো?
এর উত্তর হয়তো দিতে পারবেন শুধু তিনিই। মহেন্দ্র সিং ধোনি।