কলকাতা ব্যুরো: এ রাজ্যের আরেক বিধায়ক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। বাঁকুড়ার ইন্দাস এর বিধায়ক গুরুপদ মেটে বৃহস্পতিবার মারা গেলেন। হাওড়ার একটি হাসপাতালে তিনি করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।
গত তিন-চার দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বাঁকুড়ার বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শোক বার্তায় বলেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক গুরু পদ মেটের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি ২০১১ থেকে ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। পরপর দুবার তিনি তৃণমূলের টিকিটে সেখান থেকে জিতে আসেন। এর আগে তৃণমূলের ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।