কলকাতা ব্যুরো: কোভিড-১৯ র সংক্রমণ নিয়ে চিনের বিরুদ্ধে অভিযোগ প্রথম থেকেই ছিলো। শুধু আমেরিকা নয়, বিশ্বের বহু দেশেরই। এবার ভারতের পেশ করা তথ্য নিয়েও প্রশ্ন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন প্রশ্ন তুলেছিলেন, আমেরিকায় ২ লাখ মানুষ করোনায় মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। মার্কিন সরকারের এই সমালোচনার জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, চিন, রাশিয়ায় তার সংখ্যা কত? ভারতে মৃতের সংখ্যা কত? তারা সঠিক তথ্য দিচ্ছে না এবিষয়ে। ট্রাম্পের এই বক্তব্যের পর খানিকটা অবাক হন অনেকেই। চিন আর ভারতকে একই বান্ধনীতে যুক্ত করায় বিস্মিত হয়েছেন কনেকেই।