কলকাতা ব্যুরো: ডাকঘর বা পোসটাপিস সম্পর্কে নাক কোঁচকানো এবার বন্ধ করতে হবে সময়ের সঙ্গে তাল মেলাতে দেশের ডাক ব্যবস্থায় বড় পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় সরকার তার উদাহরণ হিসেবে উঠে আসছে কমন সার্ভিস সেন্টার প্রকল্প এতদিন যারা বিদ্যুতের বিল পুরো পরিষেবার বিল ট্রেন বা বিমানের টিকিট কাটার জন্য অনলাইন বা বেসরকারি প্রতিষ্ঠান উপর নির্ভর করতেন তাদের সেইসব পরিষেবা দিতে শুরু করেছে ডাক বিভাগ।
ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ডাক বিভাগ রাজ্যজুড়ে কমন সার্ভিস সেন্টার বা সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে। ট্রেন, বিমান ও বাসের টিকিট বুকিং, মোবাইল, ব্রডব্যান্ড রিচার্জ, বিদ্যুৎ, এলপিজি গ্যাসের বিল জমা দেওয়ার মতো প্রায় দেড়শ রকমের পরিষেবা পাওয়া যাবে এই কমন সার্ভিস সেন্টার গুলি থেকে।
কলকাতা সার্কেলের পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিংহ জানান, রাজ্যের বিভিন্ন বাছাই করা ডাকঘরে ইতিমধ্যেই কমন সার্ভিস সেন্টার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সারা রাজ্যে এরকম ৩০০ টি পোস্ট অফিস চিহ্নিত করা হয়েছে, যেখানে ৩১ অক্টোবরের মধ্যে কমন সার্ভিস সেন্টার পরিষেবা শুরু করে দেবে।
কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ির মত বেশ কয়েকটি শ হরে এই কমন সার্ভিস সেন্টার পরিচালনার জন্য ডাক বিভাগের কর্মীদের প্রশিক্ষণর কাজ শেষ হয়েছে। প্রাথমিক ভাবে পরীক্ষা ১০ টি পোস্ট অফিসের থেকে এখন কমন সার্ভিস সেন্টার চালানো হচ্ছে। যেখানে লেনদেনের পর ডাক বিভাগ গ্রাহকদেরকে রশিদ দিচ্ছে। এ রাজ্যে আওতায় ৭৮০০ টি পোস্ট অফিস রয়েছে। কমন সার্ভিস সেন্টার তৈরীর মাধ্যমে এখান থেকে গ্রাহকেরা অনেক কম খরচে ই গভর্নেন্স টেলিমেডিসিন সহ বিভিন্ন রকম পরিষেবা পাবেন।