কলকাতা ব্যুরো: করোনার সঙ্গে প্রথম সারিতে থেকে যুদ্ধ করে ক্ষতিগ্রস্তদের শুধু সন্তান নয়, চাকরি পেতে পারবেন তাঁদের নিকট আত্মীয়রাও। সরকারের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে নিযুক্ত কর্মীরাই। বিশেষ করে পুলিশ বা স্বাস্থ্য দপ্তরের ফিল্ডে কর্মরতদের জন্য এটা খুব ভালো উদ্যোগ বলে মনে করছেন আধিকারিকরা।
অবিবাহিত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে পরিবার যদি তাঁর ওপর নির্ভরশীল হয়, তাহলে ভাই বা বোন চাকরি পেতে পারবেন। শুধু গ্রুপ ‘ডি’ বা ‘সি’ নয়, যোগ্যতা থাকলে উচ্চপদেও এঁদের চাকরির সুযোগ দেওয়া হয়েছে নতুন আইন। মৃত কর্মী যেখানে চাকরি করতেন সেখানে অথবা সংশ্লিষ্ট দপ্তরের সদর কার্যালয়ে এই চাকরি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মীদের পরিবারের সদস্য, নিকটাত্মীয়রা সঙ্গে সঙ্গে আবেদন না করতে পারলেও এক বছরের মধ্যে আবেদন করতে পারবেন। জরুরি ভিত্তিতে কাজে যোগ দেয়ানোর জন্য মেডিকেল টেষ্ট এবং পুলিশ ভেরিফিকেশন চাকরি পাওয়ার পর করানোর সুযোগও রাখা হয় যে নতুন আইন। সরকারে নতুন এই নির্দেশ দেখে নিন স্বচক্ষেই….
Previous Articleরাশিয়ার ভ্যাকসিনে আস্থা নেই কানাডার
Next Article সুশান্ত নিয়ে সরগরম মিডিয়া
Related Posts
Add A Comment